ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে হাতির আক্রমণে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৪ মে ২০২৩

বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণে মো. নুরুল আবছার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) রাত ৮টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল আবছার ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ঘরের পাশে পেকে যাওয়া ধান ক্ষেতে কাজ করার সময় পেছন দিক থেকে একটি বুনো হাতি মো. নুরুল আবছাকে আক্রমণ করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে মালুমঘাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লামা বন বিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।

এর আগে ৭ মে দিনগত রাত আড়াইটার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারি চাককাটা এলাকায় বুনো হাতির আক্রমণের শিকার হয়ে আকতার হোসেন নামে এক যুবক মারা যান।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস