সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা ইউপি সদস্য মঞ্জুর আলম (৬৫) নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর আলম বেড়া উপজেলার রতনগঞ্জ গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে এবং উপজেলার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য।
কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার বিকলে ৩টার দিকে মোটরসাইকেলে করে মঞ্জুর আলম বেড়া থেকে কাশীনাথপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিকে আসা একটি অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় অপর মোটরসাইকেল আরোহী সানোয়ার হোসেন (২৫) আহত হন। তিনি বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামের লোকাই মিয়ার ছেলে।
একে জামান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার