ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইনজীবী হত্যার ঘটনায় দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৯ মার্চ ২০১৬

ভৈরবে আইনজীবী ইসমাঈল হোসেন পলাশ খুনের ঘটনায় দুই ভাই মো. জাকির হোসেন (৪৫) ও মোশারফ হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের গ্রেফতার করা হয়। এর আগে নিহতের ছোট বোন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত পলাশ উপজেলার আগানগর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মৃত আব্দুল হাসিম মিয়ার ছেলে। এছাড়া পলাশ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের কমলপুর এলাকার ধন মিয়ার ছেলেদের সঙ্গে পলাশের বিরোধ ছিল। পলাশের ক্রয় করা জায়গায় মাটি ভরাট করতে চাইলে ধন মিয়ার ছেলেরা বেশ কয়েকদিন আগে তাকে বাধা ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর পলাশ খুন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। সোমবার গভীর রাতে পৌর শহরের নাটালের মোড় এলাকার বাবুল কমিউনিটি সেন্টারের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আসাদুজ্জামান ফারুক/এসএস/এমএস