ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইকচালক নিহত

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১২:১০ পিএম, ১৫ মে ২০২৩

ঝিনাইদহে সাখাওয়াত বিশ্বাস (৩৫) নামের এক ইজিবাইকচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। সোমবার (১৫ মে) ভোরে শহরের চাপড়ি গ্রামের জয়বাংলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

সাখাওয়াত বিশ্বাস শৈলকূপা উপজেলার দীঘল গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন: ঈদের দিন ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ অটোচালক খুন

পুলিশ ও স্থানীয়রা জানান, সাখাওয়াত বিশ্বাস ঝিনাইদহ শহরে ইজিবাইক চালিয়ে রাতে তিন যাত্রী নিয়ে শৈলকূপার দীঘল গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে চাপড়ি গ্রাম সংলগ্ন জয়বাংলা ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে গতিরোধ করে। এসময় তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে গেলেও ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় সেখানে পড়ে থাকা ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ছিনতাইয়ের কারণে ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর নিহতের সঙ্গে থাকা শৈলকূপা উপজেলার দীঘল গ্রামের শিহাব, পিড়াগাতী গ্রামের জাহিদ বিশ্বাস ও একই গ্রামের আব্দুর রহমান রুবেলকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম