ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা শুক্রবার শুরু

প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ মার্চ ২০১৬

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ-২০১৬) আগামী ১১ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে। নগরী রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ দিন বিকেলে ২৪ তম এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মাসব্যাপী মেলার আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ বুধবার দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মেলার প্রস্তুতি এবং বিস্তারিত তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। এসময় লিখিত বক্তব্যে মেলা কমিটির চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার পরিচালক সৈয়দ জামাল বলেন, এবারের মেলায় ভারত, নেপাল, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, কাতারসহ বিভিন্ন দেশ তাদের পণ্য রফতানি বিক্রয় প্রচার ও প্রসারের লক্ষ্যে মেলায় প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি জানান, প্রতিবারের মত এবারো মেলায় ৬ হাজার ৭৫০ বর্গফুট জায়গা নিয়ে পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। এছাড়া ৪ লাখ বর্গফুটের মেলায় ১২টি গোল্ড প্রিমিয়ার, ৩টি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্রিমিয়ার প্যাভেলিয়ন, ২০টি স্টার প্যাভেলিয়ন, ১৬৬টি মেগা প্রিমিয়ার বুথ, ২২টি মেগা বুথ, ১০টি প্রিমিয়ার গোল্ড বুথ, ১৬টি প্রিমিয়ার, ১০টি স্ট্যান্ডাট বুথ, ৩টি রেষ্টুরেন্টসহ ৪৫০টিরও বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেম্বার পরিচালকরা জানান, এবার প্রথম মেলায় একটি পরিপূর্ণ বুকস্টল দেয়া হবে বিনা ভাড়ায়। যার মধ্যে সব ধরণের বই পাওয়া যাবে।

প্রতিবছর বিশাল এ মেলার আয় ব্যয় হিসেব সাংবাদিকদের মাধ্যমে দেয়ার কথা থাকলেও কেন আয় ব্যায়ের হিসেব প্রকাশ করা হয় না এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পরিচালকরা।

আন্তর্জাতিক এ মেলায় গত ১২ বছর শুধু থাইল্যান্ডকে কেন পার্টনার কান্ট্রি করা হয়, অন্য কোন দেশ কেন পার্টনার কান্ট্রিা হয় না। আর পার্টনার কাট্রি হলে থাইল্যান্ড কেন এতো বিশাল জায়গা নিয়ে স্টল দেয়া হয়? সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবও দেয়নি মেলার আয়োজকরা।

মেল প্রস্তুত কমিটি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে, বাকি ৩০ শতাংশ কাজ মেলা শুরু হওয়ার আগেই শেষ হবে বলে জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ এবং এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক, ওয়াহিদ সিরাজ স্বপন, সি অ্যান্ড এফ এজেন্ট নেতা একেএম আকতার হোসেন, চেম্বার পরিচালক মাজহারুল হক।
                                               
জীবন মুছা/জেএইচ/এমএস