দুইজনকে কুপিয়ে জখম করলেন মানসিক ভারসাম্যহীন যুবক
বগুড়ার সোনাতলা উপজেলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছেন জাহাঙ্গীর আলম (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেছে। তিনি সোনাতলা উপজেলার জোড়গাছা করমজা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
আহতরা হলেন সোনাতলা এলাকার চমরগাছা গ্রামের মৃত আফছার আলীর ছেলে লাল মিয়া (৫৩) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মনোয়ারুল ইসলাম (৫২)।
বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে রেলগেট এলাকায় জাহাঙ্গীর আলম নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক মিন্টু কসাইয়ের দোকান থেকে দা নিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। স্থানীয়রা খবর দিলে জাহাঙ্গীরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীনভাবে চলাফেরা করেন।
ওসি সৈকত হাসান বলেন, প্রাথমিকভাবে এ ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আহতরা চিকিৎসাধীন আছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরআর/জিকেএস