ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৬:১৭ এএম, ১০ মার্চ ২০১৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি মধ্যপাড়া গ্রামের সালাম শেখের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মনির চৌধুরীর ছেলে ফারুক চৌধুরী (২৬), রেজাউল শেখের ছেলে সবুজ শেখ (২২) ও হাসান শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

টুঙ্গিপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা অত্যন্ত ধূর্ততার সঙ্গে এলাকায় মাদক-ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

হুমায়ূন কবীর/এসএস/এবিএস