ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২০ মে ২০২৩

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুর রহমান সাকিব (২৭) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২০ মে) ভোর ৬টার দিকে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী রাস্তার পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিব উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের শাহাদত হোসেন সাদের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

পরিবারের লোকজন জানান, সাইদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মধ্যেই তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার ভোরে কেকার পাড়া মোলামগাড়ি এলাকার রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এসজে/এএসএম