ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির ওপর হামলার জন্য পুলিশ দায়ী: রিজভী

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২০ মে ২০২৩

খুলনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার জন্য পুলিশকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শুক্রবার বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার জন্য পুলিশ কমিশনার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার ও ওসি দায়ী। কারণ অনেকেই বলে খুলনা নাকি বঙ্গভবনের এক্সটেনশন। শেখ পরিবারের আরেকটি স্বর্গরাজ্য খুলনা। শেখ পরিবারের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন খুলনায় রাজনৈতিক ক্ষমতা ভোগ করে। তাদের খুশি করার জন্য পুলিশ প্রশাসন এই ন্যাক্কারজনক কৃতদাশের ভূমিকা পালন করছে। সুন্দর একটা কর্মসূচিকে পরিকল্পিতভাবে বানচাল করার জন্য নির্বিচারে গুলি করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘গতকাল খুলনায় যে কারবালাটি রচনা করা হলো এটি নজিরবিহীন। পুলিশের হামলায় খুলনায় ৩০০ নেতাকর্মী আহত হয়েছে। অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া ১৩০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। অন্য জেলাতেও তো সমাবেশ হয়েছে। বাঁধা দিয়েছে নানাভাবেই। কিন্তু এভাবে প্রকাশ্যে পুলিশ গুলি করে নেতাকর্মীদের পঙ্গু বানাবে, এটা কোনো গণতন্ত্রের ভাষা?’

তিনি বলেন, ‘জনসভা হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি। এখানে সংঘাত-সংঘর্ষের তো কিছু নেই। কিন্তু পায়ে পাড়া দিয়ে খুলনার পুলিশ-প্রশাসন এই রক্তাক্ত সংঘর্ষের সৃষ্টি করেছে। এই সহিংস সন্ত্রাসের জন্য দায়ী খুলনার পুলিশ প্রশাসন।’

রিজভী বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে উনি গণতন্ত্র দিয়েছেন, উনিই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যে দেশ স্যাংশন দেবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনবো না। কিন্তু আবার দেখা যাচ্ছে ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্য জ্বালানির জন্য সেই দেশের কোম্পানির সঙ্গে চুক্তি করছে। এই দ্বিচারিতা এবং দ্বিমুখী কথা-বার্তা এই সরকারেরই সাজে, কারণ এদের কোনো গণভিত্তি নেই।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অবৈধ। এই নির্বাচন কমিশনের নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।’

আলমগীর হান্নান/এমআরআর/এএসএম