ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জনগণের ভোটাধিকার সঙ্গে নিয়েই ক্ষমতায় যাবো’

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০১:৩৯ এএম, ২১ মে ২০২৩

বাংলাদেশের মানুষ একটি বিষয়ে গর্ব করে তা হচ্ছে তাদের নাগরিক অধিকার-ভোটাধিকার। সেই একটি মাত্র গর্বের যায়গা ভোটাধিকার কেড়ে নিয়েছে।

শনিবার (২০ মে) বিকেলে নীলফামারী পৌর সুপার মার্কেটে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আয়োজিত গণসমাবেশে এ বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল।

আরও পড়ুন: বিএনপিকে আঘাত করলেই পাল্টা আঘাত করতে হবে: মির্জা আব্বাস

তিনি বলেন, বিএনপির আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। ক্ষমতা আমাদের কাছে মুখ্য নয়। আপনারা (আওয়ামী লীগ) যত নির্যাতন করার করুন, যত হত্যা করার করুন, যত রক্ত নেওয়ার নেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এদেশের জনগণের ভোটাধিকারকে ছুড়ে ফেলে দিয়ে ক্ষমতায় কোনো দিন যাবে না। যে ক্ষমতায় জনগণের অংশগ্রহণ নাই সে ক্ষমতা বিএনপির দরকার নাই। আমরা ১০০ বছর বিরোধীদলে থাকবো, আরও শত সহস্র মামলা ঘাড়ে নেবো, কাতারে কাতারে জীবন দেবো, তবুও যদি ক্ষমতায় যাই জনগণের ভোটাধিকার সঙ্গে নিয়েই যাবো।

আরও পড়ুন: শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই সরকারকে বিদায় করা হবে: মোশাররফ

তিনি আরও বলেন, ৯০ এর দশকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশে এনেছিলাম। যাই হোক ৫ বছর পর পর এদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা হয়েছিল। শেখ হাসিনা আপনি সেই ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নির্বাচনকে একটি জালিয়াতির উৎসবে পরিণত করেছেন।

এসময় তিনি নেতাকর্মীদের মামলা, খুন, গুমের ভয় এড়িয়ে যে কোনো নির্দেশনায় দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে জেলা সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল আলন, সহ-সম্পাদক মীর সেলিম ফারুকসহ ৬ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজু আহম্মেদ/জেডএইচ