ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
ফাইল ছবি
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার চাপল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত শাজাহান আলীর ছেলে এন্তাজুল ইসলাম গোল্লা (৬৫) ও তার ছেলে কুরবান আলী (১৭)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে বাবা-ছেলেসহ কয়েকজন ধান মাড়াই মেশিন নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পথে চাপাল এলাকায় পেছন থেকে দুটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এন্তাজুল ও তার ছেলে কুরবান নিহত হন।
ওসি বলেন, ট্রাক দুটি শনাক্তের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস