হবিগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় আহত তরুণের মৃত্যু
ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে টয়লেট নির্মাণ নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহত তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত মঈনুল হোসেন (২২) ওই উপজেলার টুপিয়াজুরী গ্রামের নূর ইসলামের ছেলে। এর আগে সোমবার সন্ধ্যায় চাচাতো ভাই তাজুল হোসেনের হামলায় তিনি গুরু তর আহত হন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাস্তার ওপর টয়লেট নির্মাণকে কেন্দ্র করে মঈনুলের সঙ্গে তার চাচাতো তাজুল হোসেনের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। এসময় উভয়ের মধ্যে মারামারি শুরু হলে মঈনুলের বুকে টেঁটা বিদ্ধ হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, আহত অবস্থায় তাকে প্রথমে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম