গাজীপুর সিটি নির্বাচন
কানাইয়া কেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে।
সিটির ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোটারদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি। কেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি।
এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৫৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ১৪৮ ও পুরুষ ভোটার ১ হাজার ২০৮ জন।
আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
এই কেন্দ্রেই ভোট দেবেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন।
আরও পড়ুন: সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন
নির্বাচনে মেয়র পদে আটজন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৮ ও নারী কাউন্সিলর পদে ৭৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকছে। নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম