ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে পাচারের সময় ১৭ সোনার বারসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি | বেনাপোল | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৭ মে ২০২৩

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭টি সোনার বারসহ মিকাইল হোসেন (৩০) নামে এক সোনা পাচারকারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী খলশি বাজার থেকে তাকে আটক করেন বিজিবি সদস্যরা। আটক মিকাইল হোসেন পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, খলশি বাজার এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচার হবে জানতে পেরে যশোর ৪৯ বিজিবি ও মহেশপুর ৫৮ বিজিবি যৌথ অভিযান চালায়। বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামের মাঠে অবস্থান নিয়ে ফাঁদ পাতেন বিজিবি সদস্যরা।

তিনি বলেন, শনিবার সকাল ৯টার সময় সন্দেহভাজন এক যুবককে মাঠ দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমড়ে বিশেষ কায়দায় স্কচটেপে মোড়ানো ১৭টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৮২৯ গ্রাম। এই সোনার বাজার মূল্য ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটক মিকাইলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

মো. জামাল হোসেন/এমআরআর/এএসএম