ঝিনাইদহে হাজতির মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় কাজল মন্ডল (২৫) নামে এক হাজতি আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কাজল মন্ডল শৈলকুপা উপজেলার রাজাপুর গ্রামের জুলহাস আলীর ছেলে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, মৃত কাজল মন্ডল একজন মাদকসেবী। তার নামে কুষ্টিয়ার ইবি থানায় মাদকদ্রব্য আইনে একটি ওয়ারেন্ট ছিল। সেই মামলায় গত রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ২০ পুড়িয়া গাজাসহ গ্রেফতার করা হয়। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শারমিন আহমেদ জানান, কাজল মন্ডলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার