ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হোমওয়ার্ক না করায় বেধড়ক পিটুনি, গৃহশিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৯ মে ২০২৩

চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে (১৩) বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। সোমবার (২৯ মে) অভিযুক্ত গৃহশিক্ষক সজিবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে মারধরের শিকার স্কুলছাত্রের পরিবার।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, আহত স্কুলছাত্রের মা একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী স্কুলছাত্র চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা। সে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

অভিযুক্ত গৃহশিক্ষক সজিব চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর ছেলে।

স্কুলছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলে হোমওয়ার্ক না করায় গৃহশিক্ষক সজিব তাকে বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, যা সহ্য করার মতো নয়। ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

হুসাইন মালিক/এসআর/এএসএম