ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ প্রার্থী ও ওসির বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতির অভিযোগ

প্রকাশিত: ১০:০০ এএম, ১১ মার্চ ২০১৬

বরিশালের আগৈলঝাড়ার উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লাবন্য আক্তারের ভোটার ও সমর্থকদের ভোটদানে বিরত থাকতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও থানার ওসির বিরুদ্ধে ভয়ভীতি ও গ্রেফতারের হুমকির অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লাবন্য আক্তার এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রথম ধাপে ২২ মার্চ ইউপি নির্বাচনে উপজেলার ২নং বাকাল ইউনিয়নে একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে লাবন্য আক্তার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বিপুল দাস ও তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী লাবন্যর ভোটার, সমর্থক ও সাধারণ জনগণের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, ওসি মনিরুল ইসলাম দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তার অপসারণ দাবি করে প্রধান নির্বাচন কমিশার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, র্যাব মহাপরিচালক, ডিআইজি, জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।   

লাবন্য আক্তার বলেন, বাকাল ইউনিয়ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। নির্বাচনী এলাকায় তার সমর্থন বেশি থাকায় তার প্রতিপক্ষ প্রার্থী বিপুল হুমকি-ধামকি দিয়ে বলে বেড়াচ্ছেন। তাদের (সংখ্যালঘু ) ভোট ছাড়াই তিনি নির্বাচিত ঘোষণা হবেন। ভোটের দিন তাদের ভোট কেন্দ্রে যেতে হবে না। এমনকি নির্বাচনের দিন তার (লাবন্য)  এজেন্ট বের করে দিয়ে ব্যালট ছিনতাই করে সিল দেয়া হবে বলে হুমকি দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুলের পক্ষ অবলম্বন করে হুমকি-ধামকি ও গ্রেফতারের ভয় দেখাচ্ছেন থানার ওসি মো. মনিরুল ইসলাম। ওসি তার (লাবন্য) স্বামীর সঙ্গে দেখা করে আর্থিক সুবিধা চেয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। ওসির এমন পক্ষপাতমূলক আচরণের কারণে সাধারণ ভোটারা হুমকি পাওয়া এবং গ্রেফতার আতঙ্কে থানায় নিরাপত্তা চাইতে ব্যর্থ হচ্ছেন। তাই এই ওসির অধীনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ জনগণের কোনো কাজে আসবে না।

এলাকার সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সুদৃষ্টি কামনা করে লাবন্য আরো বলেন, নির্বাচনে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানান।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিপুল দাস তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নৌকার বিজয় সু-নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী লাবন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লাবন্য আক্তার বে-আইনিভাবে জ্যান্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালাচ্ছিল। তার ঘোড়া আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করায় আমার বিরুদ্ধে প্রতিহিংসা হিসেবে মিথ্যা অভিযোগ করেছে।

সাইফ আমীন/এআরএ/এমএস