ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান মারা গেছেন

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৯ মে ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি হেপাটাইটিস-বিতেও আক্রান্ত ছিলেন। আজ সন্ধ্যার আগে জেলা শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান জিল্লুর রহমান।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস