ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কমলনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১১ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি ও আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থিত চেয়াম্যান প্রার্থী মোছলেহ উদ্দিনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়নের মুসলিম পাড়ায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমদ রতনের সমর্থক স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির প্রার্থী মোসলেহ উদ্দিনসহ উভয়পক্ষের পাঁচজন আহত হন। পরে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ফাজিল ব্যাপারীর হাটে বিএনপির সমর্থক ও আওয়ামী লীগ সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আরো পাঁচজন আহত হন।

আহতরা হলেন, বিএনপির প্রার্থী মো. মোছলেহ উদ্দিন, বিএনপি সমর্থক মেছবাহ উদ্দিন মানিক, জাহের মিকার, তুহিন, হুমায়ুন কবির, ফযেজ আহমদ ও আওয়ামী লীগ সমর্থক মো. আনোয়ার হোসেন, আবু আহাদ পলাশ, রাশেদুল হকসহ অন্তত ১০ জন।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, বিএনপির প্রার্থীর গণসংযোগকালে আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩/৪ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাজল কায়েস/এআরএ/এবিএস