শেরপুরে দুই দিনব্যাপী ‘ইয়ুথ ফর চেঞ্জ’ শীর্ষক প্রশিক্ষণ

শেরপুরে দুই দিনব্যাপী ‘ইয়ুথ ফর চেঞ্জ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (১ জুন) ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলা আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ।
পুনাক সভানেত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন উৎসাহমূলক বৃত্তি চালু করা হয়েছে। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী। তাই প্রান্তিক নারীদের এগিয়ে নিতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ ও শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
ইমরান হাসান রাব্বী/জেআইএম