শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন আওয়ামী লীগের বহিষ্কৃত ৩ নেতা

ফরিদপুরের বোয়ালমারীর দুই আওয়ামী লীগ ও এক কৃষকলীগ নেতাকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩০ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সই করা পৃথক তিনটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাদের ক্ষমা করা হয়।
ক্ষমাপ্রাপ্ত ওই তিন নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন।
দলীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে শেখর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও বোয়ালমারী পৌরসভার মেয়র পদে মনিরুজ্জামান মৃধা লিটন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। আর নাসির মো. সেলিম ময়না ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও একপর্যায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ বিষয়ে ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন মৃধা বলেন, ‘কেন্দ্রীয় কমিটি আমাদের সাধারণ ক্ষমা করেছে। তবে আমি শোকজের কোনো নোটিশ পাইনি। যেহেতু কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা করা হয়েছে সেহেতু আমার ওই পদে পুনরায় বহাল করা হয়েছে।’
ক্ষমাপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম বলেন, কেন্দ্রীয় কমিটি আমাদের সাধারণ ক্ষমা করেছে। এখন আমরা আগের মতোই দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবো।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান মিন্টু বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ ওই তিন নেতাকে শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমা করেছে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘ফুটবলমানব’ মাসুদ রানা এখন জামালপুরে, চাইলেন বাফুফের সহযোগিতা
- ২ উখিয়ায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আরসার ৪ সদস্য গ্রেফতার
- ৩ গ্রামের মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে সংসদ ভবন দেখাচ্ছেন হুইপ আতিক
- ৪ পিকনিকে গিয়ে নৌকার ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
- ৫ নিরপেক্ষ রেফারি নিয়ে মাঠে আসেন, খেলায় বিএনপির বিজয় নিশ্চিত