ট্রাকচালককে মারধর, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সহকর্মীকে মারধরের প্রতিবাদে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা। এতে সকাল থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পানামা পোর্ট অভ্যন্তরের লোড-আনলোড কার্যক্রম।
রোববার (৪ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, শনিবার বিকেলে হিলি পানামা পোর্টের ভেতর থেকে ভারতীয় এক চালক ট্রাক নিয়ে বের হওয়ার সময় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে তাকে মারধর করেন বাংলাদেশি শ্রমিকরা।
হারুন আরও বলেন, এর জেরে রোববার সকাল থেকে ভারতীয় ট্রাকচালকরা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন। ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
মো. মাহাবুর রহমান/এমআরআর/জিকেএস