ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি

প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ মার্চ ২০১৬

রাজশাহী ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি ও ১২তম পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ওল্ড রাজশাহী ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মাদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিমনিয়াল প্যারেড পরিদর্শন শেষে সালাম ও অভিবাদন গ্রহণ করেন। পরে সেনাবাহিনী প্রধান পুর্ণমিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ।

এ সময় প্রধান অতিথিকে সুবর্ণজয়ন্তীর ক্রেস্ট প্রদান করেন কলেজের অধ্যক্ষ কর্নেল মো. হাবিব উল্লাহ। এরপর ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মাদ শফিউল হক।

পরে তিন দিনব্যাপী ওল্ড রাজশাহী ক্যাডেট এসোসিয়েশন আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে রক্তদান কর্মসুচি পরিদর্শন করেন সেনাপ্রধান।

শাহরিয়ার অনতু/এসএস/এবিএস