ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১১:৫১ এএম, ১২ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জেরর সোনারগাঁয়ের কাঁচপুরে নেশার টাকা না পেয়ে রহমত আলী নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ওই যুবক আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. খালেক বাদী হয়ে সোনারগাঁ থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করেন। সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোয়েব খাঁন জানান, উপজেলার কাঁচপুর রাগারটেক গ্রামের মো. খালেকের ছেলে রহমত আলী দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন করতেন।

শুক্রবার রাতে রহমত আলী তার বাবার কাছে নেশার জন্য টাকা চান। পরে তার বাবা তাকে টাকা না দিয়ে রহমতকে মারধর করেন। এতে অভিমান করে শনিবার রহমত আলী বাড়ির পাশ্ববর্তী একটি গাছে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেন।

শাহাদাত হোসেন/এফ