ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১২ মার্চ ২০১৬

কুমিল্লায় পিকআপ ভ্যান থেকে পড়ে সবজি ব্যবসায়ী জসিম উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামের সামছুজ্জামানের ছেলে। তিনি দৈনিক ইনকিলাবের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আকতার হোসেনের বড় ভাই।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই হানিফ জানান, নিমসার থেকে চৌদ্দগ্রামগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটিবাহী ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের উপরে থাকা জসিম উদ্দিন ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান। বিকালে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি