ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি রাজিব, জিল্লুর সম্পাদক

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৯ জুন ২০২৩

সাত বছর পর শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন আরও ৮৯ জন 

এছাড়াও হাফিজুল ইসলাম হাফিজকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল আহাদ তুষারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুব রহমান শাওনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ২০১৬ সালে ২ বছর মেয়াদী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ওই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস