ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চার দিন ধরে অন্ধকারে ডোমার

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৪:০০ পিএম, ১২ মার্চ ২০১৬

নীলফামারীর ডোমার উপজেলা গত চারদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের ৩৩/১১ কেভির উপ-কেন্দ্রের একটি ৫ এমবি-এ পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ না থাকায় ডোমার এলাকার ক্ষুদ্র কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়া সেচ নির্ভর বোরো আবাদে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালাতে পারছে না কৃষকরা। ফলে বোরো ক্ষেতগুলো শুকিয়ে যাচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর ডোমার কার্যালয় সূত্র জানায়, গত ৯ মার্চ বিকালে পাওয়ার ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার কারণে বাকি দুইটি ট্রান্সফরমার মাধ্যমে ৬ মেগাওয়ার্ড বিদ্যুৎ দিয়ে দুই ঘণ্টা পর পর লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলেও দাবি করা হয়।  

ডোমার বিউবোর সরবরাহ কেন্দ্রের আওতায় ডোমার, ডিমলা, দেবীগঞ্জ ও চিলাহাটি চারটি ফিডারের মধ্যমে ১৯ হাজার ৩৫১ গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক ১৩ হাজার ৮১১ জন, সেচপাম্প দুই হাজার ৬২০টি, ক্ষুদ্র শিল্প ৩৩০টি, দ্রাতব্য প্রতিষ্ঠান ১৭৯টি, বাণিজ্যিাক দুই হাজার ৪০২টি ও মধ্য চাপ গ্রাহক ছয়টি। এ কেন্দ্রে ১২ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা থাকলেও ট্রান্সফরমারটি পুড়ে যায়। ক্যাপাসিটি না থাকায় ৬ মেগাওয়ার্ড বিদ্যুৎ দিয়ে দুই ঘণ্টা পর পর লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

গ্রাহকরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ডোমারের বিদ্যুৎ বিভাগের গাফলাতির কারণে পুড়ে যাওয়া ট্রান্সফরমার অপসারণ করে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে পারেনি।  

আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি অপসারণ করে মেরামতের মাধ্যমে সচল করতে আরো ২০ দিন সময় লাগবে।

জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি