ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে মাতলো সাতক্ষীরা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:৩৮ এএম, ১১ জুন ২০২৩

সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উকশা বিলে দাড়িয়ালা আনসার ভিডিপি ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইদ মেহেদি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় সাতক্ষীরা ছাড়াও পার্শ্ববর্তী গোপালগঞ্জ, খুলনা, যশোর, নড়াইলসহ বিভিন্ন এলাকার ৩২টি ঘোড়া অংশ নেয়।

ঘোড়দৌড় দেখতে সাতক্ষীরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মানুষ উকশা বিলে ভিড় করেন। দুপাশে দাঁড়িয়ে অসংখ্য দর্শক ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। এতে সেখানে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে টাইগার। দ্বিতীয় হয়েছে বাহাদুর, তৃতীয় সোনার হরিণ, চতুর্থ হয়েয়ে পাখি, পঞ্চম হয়েছে তুফান। প্রথম স্থান অধিকারকারী পুরস্কার হিসেবে পেয়েছেন ১২ হাজার টাকা।

আরও পড়ুন>> জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু শনিবার

দ্বিতীয় হওয়া বাহাদুর ১০ হাজার টাকা, তৃতীয় হওয়া সোনার হরিণ আট হাজার টাকা, চতুর্থ হওয়া পাখি ছয় হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী পেয়েছেন চার হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন> রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিড়ালের র‌্যাম্প শো

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াদ আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল প্রমুখ।

আহসানুর রহমান রাজীব/এএএইচ/এমএস