হাতিয়ায় গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় মামলা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গণপিটুনিতে চার ডাকাত নিহতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। শনিবার রাতে হাতিয়ার বয়ারচর চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে এসব মামলা করেন।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের উপর হামলার ঘটনায় একটি, নিহত চার ও আহত দুই ডাকাতের নাম উল্লেখ করে একটি এবং গণপিটুনির ঘটনায় স্থানীয় অজ্ঞাত পরিচয়ের পাঁচ শতাধিক ব্যক্তির নামে অপর মামলাটি করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কের জ্যোতি খিসা চাকমা জাগো নিউজকে জানান, নিহত ডাকাতের মরদেহগুলো নোয়াখালী মেডিকলে কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এখনো তাদের স্বজনরা না আসায় তা হস্তান্তর করা হয়নি।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়ার বয়ারচর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ডাকাত সন্দেহে স্থানীয় জনতা ৬ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু ডাকাতদল তাদের হাতের বাঁধন খুলে ক্যাম্পে রাখা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও উত্তেজিত জনতার গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়। আহত হয় ৩ পুলিশ সদস্য ও ২ ডাকাত।
মিজানুর রহমান/এসএস/এমএস