ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজার পৌরসভা

ইভিএম ত্রুটির কারণে ভোটগ্রহণে ধীরগতি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:৫৫ এএম, ১২ জুন ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ইভিএম ত্রুটির কারণে ভোটগ্রহণে ধীর গতি লক্ষ্য করা গেছে। এতে কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা।

এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইভিএম ত্রুটির কারণে ভোটগ্রহণে ধীরগতি

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মাদরাসা কেন্দ্রে আসা আলম নামের এক ভোটার বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। কেন্দ্র থেকে বলা হচ্ছে ইভিএম মেশিন কাজ করছে না।

আরও পড়ুন: আড়াইহাজার পৌরসভায় ভোটগ্রহণ শুরু

ওই কেন্দ্রের নয়ন নামে আরেক ভোটার বলেন, সকাল থেকে কয়েকবার চেষ্টা করেছি কিন্তু ইভিএম মেশিনে ফিঙ্গার প্রিন্ট কাজ করছে না। যার কারণে এখনো ভোট দিতে পারিনি।

ইভিএম ত্রুটির কারণে ভোটগ্রহণে ধীরগতি

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান বলেন, প্রথমদিকে মেশিনে কোনো সমস্যা ছিল না। অতিরিক্ত গরমের কারণে হয়তো মেশিন ঠিক মতো কাজ করছে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের ভোগান্তি কমিয়ে তাড়াতাড়ি ভোটগ্রহণের।

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ জাহান বলেন, ইভিএম মেশিন অনেক সময় হ্যাং হয়ে যায়। অনেক সময় নেটওয়ার্ক থাকে না। যার কারণে মাঝেমধ্যে ভোটগ্রহণে কিছুটা সময়ক্ষেপণ হয়ে থাকে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের ভোগান্তি কমিয়ে ভোটগ্রহণের জন্য।

ইভিএম ত্রুটির কারণে ভোটগ্রহণে ধীরগতি

নির্বাচনে প্রতি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টরসহ ৩১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। সেই সঙ্গে থাকবে ভ্রাম্যমাণ আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র্যাব।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম