ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৩ মার্চ ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া এলাকা থেকে রোববার সকালে অস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন (৫০) নামে একজনকে আট করেছে র‌্যাব।

আটককৃত আলাউদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিন মন্ডলের ছেলে।

RAB

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর আহসানের নেতৃত্বে র‌্যাবের একটি দল রোববার সকাল সোয়া ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া এলাকা থেকে আলাউদ্দিনকে আটক করে। এসময় তার বাইসাইকেলে থাকা একটি বস্তা থেকে ৮টি পিস্তুল, ১৬টি ম্যাগজিন ও ১৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আলাউদ্দিন বাইসাইকেলযোগে শিবগঞ্জ উপজেলার খাসেরহাট থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিল।

তিনি আরও জানান, সামনে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্যেশে অস্ত্রগুলোর চোরাচালন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এরসঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। ওই চক্রটিকে ধরার ব্যাপারে চেষ্টা চলছে।

আব্দুল­্লাহ/এফএ/এমএস