ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে একই দিনে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১২ জুন ২০২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরে একই দিনে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

মঙ্গলবার (১৩ জুন) কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি দেয়।

তবে আগে থেকেই ফতুল্লা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে। কিন্তু হঠাৎ করে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। আর এই পাল্টাপাল্টিকে কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম টিটু জাগো নিউজকে বলেন, সম্মেলনকে ঘিরে জেলা পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানায় লিখিত দিয়েছিলাম। একই সঙ্গে সিসিলি কমিউনিটি সেন্টারে অগ্রিম টাকা পরিশোধ করেছি। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো মারামারি হানাহানি চাই না, আমরা সিসিলিতেই সম্মেলন করবো।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, সামনে আমাদের নির্বাচন। তাই আমরা জেলার ও থানার নেতাদের নির্দেশেই নির্বাচনের বিষয় আলোচনার জন্য ১৩ জুন মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভার ডাক দিয়েছি। সেখানে কারা কী করবে আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের আলোচনা করবো।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছি না। আমাদের কেউ কিছু জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম তাদের কর্মসূচির কথা।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম