ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসার নামে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:২৬ পিএম, ১৩ জুন ২০২৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসার নামে কিশোরীকে (১৬) অচেতন করে ধর্ষণ ও বিয়ের পর মোবাইলে ধর্ষণের হুমকি দেওয়ার অ‌ভি‌যো‌গে মমিন মণ্ডল (৪২) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মমিন মণ্ডল বালিয়াকান্দি উপজেলার খাসকান্দি (দোপপাড়া) গ্রামের সাদেক মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মমিন মণ্ডল ওই কিশোরীর পূর্ব পরিচিত। মেয়েটি একবার অসুস্থ হয়ে পড়লে ওই কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। এ সুযোগে চিকিৎসার নামে ওষুধজাতীয় কিছু খাইয়ে কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন তিনি। ২০২২ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরীর মা পারিবারিক কাজে বাইরে থাকার সুযোগে তাকে ওষুধ খাইয়ে অচেতন করে আবার ধর্ষণ করেন মমিন মণ্ডল।

বিষয়টি পরিবারের সদস্যদের অজানা থাকায় দুই মাস আগে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে মমিন মণ্ডল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ভয়ভীতি দেখিয়ে আসছেন। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জেনে যান। ৮ জুন কিশোরীর বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রু‌বেলুর রহমান/এসআর/জেডএইচ/