সিরাজগঞ্জে দু`পক্ষের সংঘর্ষে যুবক নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক যুবক নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নিহত আব্দুল কুদ্দুস রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিদ-দামিন গ্রামের বিশা শেখের ছেলে।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, একটি বিবাদমান জমি নিয়ে এই গ্রামের আব্দুল কুদ্দুস ও হবিবর রহমানের মধ্যে মামলা চলে আসছিল। শনিবার সকালে সেই জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে ৬ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত কদ্দুসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/এবিএস