ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় তক্ষকসহ রিসোর্টের ব্যবস্থাপক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৪ জুন ২০২৩

বগুড়ায় তক্ষকসহ মেহেদী হাসান মণ্ডল (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে শহরের গ্রিন রিসোর্ট নামের এক বিনোদন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি ওই রিসোর্টের ব্যবস্থাপক। মেহেদী হাসান মণ্ডল সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের আবুল হোসেন মণ্ডলের ছেলে।

আরও পড়ুন: ১০ লাখ টাকায় তক্ষক বিক্রি, তবে

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, মেহেদী হাসান বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার রাতে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ নম্বরে খবর আসে সাবগ্রামের গ্রিন রিসোর্টে পাচারের জন্য একটি তক্ষক রাখা হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি কার্টুন থেকে তক্ষক উদ্ধার করে। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তক্ষকটি প্রায় ৭-৮ ইঞ্চি লম্বা। এ ঘটনায় মেহেদী হাসানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত আইনে মামলা হয়েছে। তক্ষকটি বিলুপ্তপ্রায় প্রজাতির। সেটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞ আসিফ মাহমুদ জানান, এ ধরনের প্রাণীর বাস্তবে কোনো বাজারমূল্যে হয় না। তক্ষকটি গেছো টিকটিকি। প্রতারকরা কথিত মূল্যে সাজিয়ে প্রতারণা করার জন্য এগুলো সংগ্রহ করে।

আরএইচ/জেআইএম