গৃহবধূকে ধর্ষণের পর পালানোর সময় যুবক আটক
নরসিংদীর পলাশ উপজেলায় বাক প্রতিবন্ধী (১৯) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সানি (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সানি ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে এসে ধর্ষণ করেন। এ সময় হঠাৎ গৃহবধূর স্বামী বাড়িতে এলে সানি পালানোর চেষ্টা করেন। স্থানীয় তাকে আটকের পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জাগো নিউজকে বলেন, বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
সঞ্জিত সাহা/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ