‘রাজবাড়ীর সিংহরাজ’র ওজন ৪০ মণ, দাম ২৫ লাখ
ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজবাড়ীর ৪০ মণের ফ্রিজিয়ান জাতের একটি কালো ষাঁড়। চার বছর বয়সী এ ষাঁড়টি লম্বায় ১০ ও উচ্চতায় প্রায় ৬ ফুট। সিংহের আকৃতির মতো সামনের অংশ চওড়া ও পেছনের অংশ একটু চাপা হওয়ায় তার মালিক ভালোবেসে নাম দিয়েছেন ‘রাজবাড়ীর সিংহরাজ’।
বিশাল আকৃতির এ ষাঁড়টির মালিক সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংঙা গ্রামের সুচিন্ত কুমার সেন। সিংহরাজের দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা।
আরও পড়ুন: হাট কাঁপাতে প্রস্তুত ১৮ মণের ‘লাল বাদশা’
সিংহরাজের মালিক সুচিন্তের মা ভগিরথী সেন বলেন, ৪ বছর আগে কুষ্টিয়া থেকে ৭৫ হাজার টাকা দিয়ে এ ষাঁড়টি এনে লালন-পালন শুরু করেন। এটি এখন অনেক বড় হয়েছে। দেখতে একবারে সিংহের মতন। তাই তার ছেলে সুচিন্ত এর নাম দিয়েছে সিংহরাজ। গরুটির গোসল, খাওয়ানোসহ সব কিছু তার ছেলে করে। দিনে দুই থেকে তিন বার গোসল করাতে হয়। আর এখন দিনে প্রায় ৬ থেকে ৮০০ টাকার খাবার খায়। কোন ধরনের ওষুধ ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে তারা গরুটি এত বড় করেছেন। বর্তমানে গরুটি ওজন প্রায় ৩৫-৪০ মণ হবে।

তিনি আরও বলেন, গরুটির পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। ২৫ লাখ টাকা দিলে গরুটি বিক্রি করবেন। তবে কেউ যদি দাম নিয়ে কথা বলতে চায়, তাহলে বলতে পারবে। দাম একটু কম হলেও বাড়ীর ওপর থেকে বিক্রি করতে পারলে তাদের জন্য ভাল হয়। কারণ এত বড় গরু হাটে আনা-নেওয়া খুব কষ্টকর।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ‘বিগবস’ কিনলেই ফ্রি মোটরসাইকেল
রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, এবার চাহিদা বিবেচনায় খামারিদের বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরু তৈরিতে উৎসাহিত করা হয়েছে। তবে জেলায় বেশ কয়েকজন বড় গরু তৈরি করেছেন। এরমধ্যে সদর উপজেলার সিংগার গ্রামের সুচিন্ত কুমার সেনের গরুটি দেখতে চমৎকার। কোরবানির পশু বাজারজাতকরণসহ সার্বিক বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ কাজ করছে।
রুবেলুর রহমান/জেএস/এএসএম