গরুতে পাটগাছ খাওয়া নিয়ে সংঘর্ষে দুই কৃষক নিহতের ঘটনায় আটক ১০
কুষ্টিয়ার দৌলতপুরে গরুতে পাটগাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই কৃষক নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (১৪ জুন) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের বজলু মালিথার জমির পাটগাছ সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু খেয়ে ফেলে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।
গরুতে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ হামলায় ভেলশ মালিথা (৪৩) ও বজলু মালিথা (৪২) নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
আল মামুন সাগর/এমআরআর/এএসএম