ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গা

স্কুলমাঠ ছোট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৫ জুন ২০২৩

চুয়াডাঙ্গায় ভিজে স্কুলমাঠের সীমানা ছোট করে হাঁটার রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জেলার সাবেক খেলোয়াড় ও এলাকাবাসীর উদ্যােগে ভিজে স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, চুয়াডাঙ্গা ভিজে স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন স্কুলমাঠের সীমানা ছোট করে হাঁটার রাস্তা তৈরির উদ্যাগ নিয়েছেন। এরই মধ্যে নির্মাণসামগ্রী নিয়ে এনে মাঠে রাখা হয়েছে। স্থানীয়দের বাধার মুখে কিছুদিন কাজ বন্ধ রাখলেও আবার কৌশলে কাজ শুরুর চেষ্টা চলছে।

স্কুলমাঠ ছোট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

বক্তারা বলেন, খেলার মাঠ নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। মাঠ থেকে নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে ফলতে হব। খেলার মাঠ নিয়ে নয়-ছয় মেনে নেওয়া হবে না।

মানববন্ধনে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলি খোকন, খেলোয়াড় জাহেদ মোহাম্মদ রাজিব খান, জাভেদ মোহাম্মদ রফিক খান, বিসিবির চুয়াডাঙ্গা জেলা কোচ জেহাদ-ই-জুলফিকার টুটুল, খেলোয়াড় রোকননুজ্জামান রিপন, সেলিমুল হাবিব, আব্দুল মালেক, শিমুল হোসেন, ইমরানসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এসআর/জেআইএম