ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাকেরগঞ্জে আ.লীগের দুই কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৫১ এএম, ১৩ মার্চ ২০১৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে আওয়ামী লীগ সমর্থিত ইউপি প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

আহতদের স্বজন সাইফুল ইসলাম সন্যামত জানান, ভাতশালা গ্রামে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থী রবিউল সন্যামতের বাড়ি থেকে ফিরছিলেন খলিল ও রানা। পথিমধ্যে বিএনপি সমর্থিত ইউপি সদস্য প্রার্থী দুলাল সন্যামতের কর্মী বাহিনী লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ তাদের উপর হমালা চালায়। এসময় খলিল ও রানাকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় খলিলকে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ধরনের একটি ঘটনা শুনে ভাতশালা এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এআরএ/পিআর