ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেলার সবচেয়ে বড় গরু রাজাবাবুর ওজন ৪০ মণ, দাম ২০ লাখ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ জুন ২০২৩

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনায় এসেছে হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের রাজাবাবু। আনুমানিক ৪০ মণ ওজনের গরুটির চলন এবং খাবারের ধরনের জন্যই তার এমন নাম রাখা। ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতার গরুটি দেখতেও বেশ মোটাতাজা।

উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী এই বৃহদাকার গরুটির মালিক। গরুটিকে দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। জুলফিকার আলি গরুটির দাম হাঁকছেন ২০ লাখ টাকা।

রাজাবাবুকে দেখতে আসা জেসমিন খাতুন, আজহারুল ইসলামসহ কয়েকজন বলেন, আমাদের এলাকায় এতো বড় গরু কোথাও নেই৷ তাই গুরুটিকে আমরা দেখতে এসেছি। আমরা এত বড় কোরবানির গরু এর আগে কখনো দেখিনি।

গরুটির মালিক জুলফিকার আলী বলেন, কোরবানির ঈদকে ঘিরে এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ষাঁড়টি দেখতে আসছে। একেকজন একেক রকম দাম বলছে। তবে কাঙ্ক্ষিত দাম এখনো কেউ বলেনি। ইচ্ছা ছিল স্থানীয়ভাবে দাম না পেলে চট্টগ্রামের হাটে পাঠাবো। তবে কয়েকদিন থেকে আমি অসুস্থ। তাই একটু কম দাম হলেও এখানেই বিক্রি করবো।

তিনি আরও বলেন, এক বছর আগে জেলার ভোলাহাট উপজেলা থেকে গরুটি ৫ লাখ টাকা দিয়ে কিনে এনেছিলাম। তখন থেকে প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার ওষুধ ছাড়াই লালন-পালন করছি ষাঁড়টিকে। এখন ষাঁড়টির ওজন প্রায় ৪০ মণ। দাম চাচ্ছি ২০ লাখ টাকা।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহাদাৎ হোসেন বলেন বলেন, রাজাবাবু জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। ষাঁড়টিকে বিক্রির জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে।

এর আগে গত বছর সম্রাট নামের একটি কালো রঙের ষাঁড় লালন-পালন করেছিলেন এই খামারি। যার ওজন ছিল প্রায় ৩২ মণ।

সোহান মাহমুদ/এফএ/এএসএম