ময়মনসিংহে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাহজালাল হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৮ মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটিরচর নওপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজালাল খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানা মামলা দায়ের করেন।
মামলা চলাকালে দুই আসামির মৃত্যু হয়। দীর্ঘ শুনানি শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর ২৩ জনের মধ্যে আসামি আক্রাম হোসেন (পলাতক), গিয়াসউদ্দিন, এমদাদুল, এরশাদুল, সাইদুল (পলাতক), বাচ্চু মিয়া (পলাতক), ইদ্রিস আলী (পলাতক), জুয়েল (পলাতক) ও হেলাল উদ্দিনের (পলাতক) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন করাদণ্ড দেন। অন্যদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
রায় ঘোষণার সময় আসামি গিয়াস উদ্দিন, এমদাদুল হক ও এরশাদুল হক আদালতে উপস্থিত ছিলেন। তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আতাউল করিম খোকন/এআরএ/পিআর