ভাঙা রাস্তায় গরুবাহী নসিমন উল্টে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাজারে গরু নিয়ে যাওয়ার সময় নসিমন উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে কয়েকটি গরুসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে নসিমনে করে জেলার লাহিড়ী বাজারে গরু নিয়ে যাওয়ার সময় উপজেলার ননদুয়ার ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৩৫) উপজেলার সিংগোর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গুলফামুল ইসলাম জানান, নসিমন গাড়িতে করে গরু জেলার লাহিড়ী বাজারে নিয়ে যাচ্ছিলেন ব্যাপারিরা। ননদুয়ার ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার রাস্তার ওপর ধানের খড় বিছানো থাকায় সড়কের ভাঙাচোরা দেখতে না পেয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন আহত হন।
খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তরিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তানভীর হাসান তানু/এফএ/জিকেএস