মেহেরপুরে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ২
মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হকসহ (২৭) এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) বিকেলে গাংনী শহরের কাথুলীমোড় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি কিছুদুর অগ্রসর হলেই পুলিশের বাধার মুখে পড়ে। এসময় আটক করা হয় তাদের।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাংনী শহর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। তাদের মধ্যে বামুন্দী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রদল সভাপতি নাজমুল ও কর্মী নাঈম ছিলেন। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময় ওই দুজনকে আটক করে পুলিশ। তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। আগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বামুন্দী মাদরাসা প্রাঙ্গণ থেকে বিএনপির চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের অস্ত্র ও বিস্ফোরক আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়। নাজমুল ও নাঈম ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
আসিফ ইকবাল/এসআর