সাজেকের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাহন ত্রিপুরা ও তার স্ত্রী মেলাতি ত্রিপুরা মারা যান
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) দিনগত রাত ৩টার দিকে তারা মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
দুজন হলেন- ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নতুন বেটলিং পাড়ার বাসিন্দা বাহন ত্রিপুরা (৫৫) ও তার স্ত্রী মেলাতি ত্রিপুরা (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহন ত্রিপুরা ও মেলাতি ত্রিপুরা তারা নতুন বেটলিং পাড়ার বাসিন্দা। তাদের মেয়ের শ্বশুরবাড়ি লংথিয়ান পাড়ায়। সেখানে তাদের মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তাদের দেখতে যান। এক পর্যায়ে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। মেয়ের বাড়িতেই শুক্রবার দিনগত রাতে তারা মারা যান।
আরও পড়ুন: সাজেকের দুর্গম লংথিয়ানপাড়ায় ডায়রিয়ায় দুইজনের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭ নম্বর ওয়ার্ড লংথিয়ান পাড়ার সদস্য বন বিহারী চাকমা। তিনি জাগো নিউজকে বলেন, তারা দুজন মেয়ে ও মেয়ের জামাই অসুস্থ শুনে দেখতে আসেন। পরে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা যান।
ইউপি সদস্য আরও বলেন, এর আগে একই গ্রামে আরও দুজন মারা গেছেন। আক্রান্ত আছে এখনো প্রায় অর্ধশতাধিক।
সাইফুল উদ্দীন/এসজে/এমএস