ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ জেলা বিএনপি

সম্মেলনস্থলে নেতাকর্মীদের ঢল, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৭ জুন ২০২৩

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। সম্মেলন শুরু হওয়ার আগেই নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন।

অন্যদিকে, সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিয়োজিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এ তিন চৌকিতে মোট ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়।

jagonews24

আরও পড়ুন: সম্মেলনের আগেই নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুই প্রবেশপথে দুটি নিরাপত্তা চৌকি এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এর আগে পুলিশের অনুমতি ছাড়াই এ সম্মেলন করা হচ্ছে। সম্মেলন ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী সম্মেলনস্থলে আসতে শুরু করছেন।

এদিকে দলীয় সূত্রে জানা যায়, দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। এছাড়া জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় আরও উপস্থিত থাকবেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানসহ প্রমুখ।

jagonews24

আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বিএনএফ ইস্যু

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, সম্মেলনের সব আয়োজন শেষ। আশা করছি সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সম্মেলন শেষ করতে পারবো।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সম্মেলনের পূর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিশ্চিত হয়ে গেলেও অফিসিয়ালভাবে সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হবে। পরবর্তীতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস