ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলায় ৫ বছর আগের মৃত ব্যক্তি আসামি

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৭ জুন ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার দায়ের করা মামলায় পাঁচ বছর আগে মৃত এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিজাম উদ্দিন দিপু (৫৩) নামে ওই ব্যক্তি ২০১৮ সালের ২০ আগস্ট মারা যান।

শনিবার (১৭ জুন) আদালতে পাঠানো মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) ৪৯ নম্বর আসামি হিসেবে নিজাম উদ্দিন দিপুর নাম উল্লেখ রয়েছে। তিনি বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে।

এর আগে শুক্রবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন থানায় মামলাটি করেন। এতে বিএনপির ৯৩ জনের নাম উল্লেখ ও দু-আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে যুবদল নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, বাদীর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। এরমধ্যে কেউ মৃত থাকলে সেটা তদন্তে আনা হবে।

মামলার বাদী আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় বাজারে যাওয়ার পথে আমাকে তারা মারধর করে। আমার পকেটে থাকা সাড়ে ২৩ হাজার টাকাও নিয়ে যান তারা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছি।

এদিকে উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি ফখরুল ইসলামকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। তিনি বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য আমি গত ৫ জুন থেকে এখন পর্যন্ত দেশের বাহিরে রয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এলাকায় গায়েবি মামলার নজির স্থাপন করলো মামলাটি।

‘মৃত’ আসামির ছোটভাই বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন টিপু জাগো নিউজকে বলেন, নিজাম উদ্দিন দিপু ২০১৮ সালের ২০ আগস্ট মারা গেছেন। আওয়ামী লীগ যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয় সেটা আরও একবার প্রমাণিত হলো।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি জাগো নিউজকে বলেন, আক্রান্ত ব্যক্তি মামলা দিয়েছেন। এতে মৃত ব্যক্তি কেন আসামি হলো তা খতিয়ে দেখা হবে।

এর আগে সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার সামনে, কলেজ গেট ও হাসপাতাল রোডে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ চারজন এবং পাল্টা হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন আহত হওয়ার অভিযোগ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম