নিখোঁজ দুই বান্ধবী ১৭ দিন পর উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা দিয়ে উধাও হওয়া দুই বান্ধবীকে ১৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে ঢাকার আশুলিয়া থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দুই বান্ধবীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। পরে বিকেলের দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কোচাহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘড়িয়া (পাছপাড়া) গ্রামের বাবু মিয়ার কন্যা লিয়া খাতুন ও সিংগা গ্রামের আব্দুল হামিদ মিয়ার কন্যা হিমা খাতুন স্থানীয় ছয়ঘড়িয়া দ্বি-মূখী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ৩১ মে মহিমাগঞ্জ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে কয়েকজন বান্ধবীর সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় তারা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ওই দুই বান্ধবী বাড়িতে ফেরায় অভিভাবকরা চিন্তায় পড়েন। তখন সহপাঠীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে আত্নীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়।
কোথাও তাদের সন্ধান না পেয়ে হিমা খাতুন ও লিয়া খাতুনের পরিবার থেকে গত ২ জুন থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে শনিবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে দুই বান্ধবীকে উদ্ধার করে পুলিশ।
ওসি ইজার উদ্দিন বলেন, উদ্ধার হওয়া দুই বান্ধবী আত্মনির্ভরতা অর্জনের জন্য ঢাকায় গিয়েছিল। সেখানে তারা দুজন দিলে একটি রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং কাজের অনুসন্ধান করতে থাকে। এরই মধ্যে একজন সেখানকার একটি তৈরি পোষাক কারখানায় চাকরি শুরু করেছিল। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শামীম সরকার শাহীন/কেএএ/