কুমিল্লার ১৫ ইউনিয়নে ১১ জনের প্রার্থিতা প্রত্যাহার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ কুমিল্লার বরুড়া ও সদর দক্ষিণ উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন হবে। রোববার এ ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে।
জানা যায়, জেলার বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৯, বিএনপি ৯, জাতীয় পার্টি (এ) ৯, ইসলামী আন্দোলন ৩, জাকের পার্টি ৩ ও স্বতন্ত্র ১৯ জনসহ মোট ৫২ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৭৬ জনের মধ্যে কেউ প্রত্যাহার করেননি। সাধারণ ওয়ার্ডে ২৯১ জন সদস্যের মধ্যে ১৬ জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে ওই ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৬ জন ও এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৫১ জন প্রার্থী রয়েছেন।
এদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে।
কামাল উদ্দিন/এমএএস/পিআর