ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো সাবেক ছাত্রলীগ নেতার

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৮ জুন ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ লিঙ্কন (২২) নামের সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (১৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চনপাড়া পূর্বগ্রাম সড়কের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ লিঙ্কন ঢাকার ডেমরা থানার মালা মার্কেট এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো সাবেক ছাত্রলীগ নেতার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল নিয়ে লিঙ্কন রূপগঞ্জ থেকে ডেমরার দিকে আসছিলেন। এসময় চনপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিঙ্কন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জাগো নিউজকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এসআর/জেআইএম